কুরআন ছুঁয়ে ভিপিএন ব্যবহার না করার শপথ

১৪ আগষ্ট, ২০২১ ১২:০০  
ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) ব্যবহার আটকাতে ইন্টারনেট ব্যবহারকারীদের কোরান ছুঁয়ে শপথ করানো হচ্ছে মধ্য এশিয়ার দেশ তুর্কমেনিস্তানে। বাড়িতে ইন্টারনেট সংযোগ নেওয়ার আবেদন করার পর কখনোই ভিপিএন ব্যবহার না করার এই শপথ কারানো হচ্ছে বলে জানিয়েছেন সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশটির বেশ কয়েক জন বাসিন্দা। তারা বলেছেন, ইন্টারনেট সংযোগ নেয়ার সময় তারা যেনো কখনোই ভিপিএন ব্যবহার না করেন সেজন্য আগেই তাদের কোরান ছুঁয়ে শপথ করতে হচ্ছে। পরিচয় গোপন রেখে ইন্টারনেট সংযোগ নিতে আগ্রহী সেখানকার জনৈক ব্যক্তি সংবাদ মধ্যমকে বলেছেন, ‘বাড়িতে ওয়াইফাই-এর জন্য প্রয়োজনীয় সব নথি জমা দিয়ে আবেদন করে দেড় বছর অপেক্ষা করেছি। এখন তারা বলছে আমাকে কোরান ছুঁয়ে শপথ করতে হবে যে ভিপিএন ব্যবহার করবো না, কিন্তু ভিপিএন ছাড়া কোথাও প্রবেশ করা যায় না। জানি না এখন কী করতে হবে।’ স্থানীয় সংবাদমাধ্যম আরএফই/আরল-এর এক প্রতিনিধি জানিয়েছেন, দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা প্রত্যেক গ্রাহককে কোরান ছুঁয়ে শপথ করতে বলছেন যাতে তারা ভিপিএন ব্যবহার না করেন। তুর্কমেনিস্তানে ভিপিএন ব্যবহার অবৈধ। তবে সরকারি বিধিনিষেধ এড়িয়ে দেশটিতে এর ব্যাপক ব্যবহার রয়েছে। তুর্কমেনিস্তানে গত কয়েক বছর ধরেই বেশ কিছু ওয়েবসাইট ব্লক করে রাখা হয়েছে। এর মধ্যে ফেসবুক, ইউটিউব, টুইটারও রয়েছে।